ঝিনাইদহের মহেশপুরে শরীকানা জমি নিয়ে বিরোধ থানায় অভিযোগ
রাজু আহম্মেদ (স্টাফ রিপোর্টার): ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের শিবানন্দনপুর গ্রামের সামাউল ইসলামের মায়ের পৈত্রিক সম্পত্তি নিয়ে মামাতো ভাইদের সাথে বিরোধ নিয়ে ১০ ই মে বুধবার দুপুরে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় সামাউল ইসলাম আহত হয়ে মহেশপুর হাসপাতালে চিকিৎধীন রয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে উপজেলার নাটিমা ইউনিয়নের মৃত তক্কেল মন্ডলের স্ত্রী মৃত আমেনা খাতুনের পৈত্রিক সম্পত্তি দখল নিয়ে বিরোধ চলে আসছিল, ঐ দিন আমেনার পুত্র সামাউল মায়ের অংশ মোতাবেগ জমি দখলে গেলে মামাত ভায়েরা জোট বদ্ধ হয়ে সামাউলকে মারপিট করে ফোলা যুক্ত জখম করে। স্থানিয় ব্যাক্তিরা তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সামাউলে ভাই আব্দুর রশীদ বাদী হয়ে ঐ রাত্রেই ২ জনের নাম উল্লেখ করে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আব্দুর রশীদ জানান নানার সম্পত্তির ওয়ারেশ মোতাবেগ আমার মা প্রায় সাড়ে চার বিঘা জমি পাবে। কিন্তু মামাতো ভায়েরা জমি দখল না দিয়ে আমাদের প্রতি হুমকি দিয়ে যাচ্ছে। এব্যাপারে নাটিমা ইউনিয়ন পরিষদে মামলা চলছে।