ঝিনাইদহের সেই‘জঙ্গি’শামীমের ১০ দিনের রিমান্ড

pic (5)(1)
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ: জঙ্গি সন্দেহে ঝিনাইদহে গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। সোমবার ঝিনাইদহের দুটি থানায় মামলা দুটি করা হয়।ওই মামলায় মঙ্গলবার বিকেলে শামীমকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। সেই সঙ্গে তাঁর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। শামীম নব্য জেএমবির ঝিনাইদহ অঞ্চলের সমন্বয়ক বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) দিদার আহমেদ। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, শামীমের মা সুফিয়া খাতুনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ছেড়ে দেওয়া হয়েছে শামীমের বড় ভাইয়ের স্ত্রীকে। ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, গত সোমবার দায়ের করা দুই মামলার প্রথমটি করা হয় জেলার মহেশপুর থানায়।
এ মামলায় জহিরুল ও তাঁর ছেলে জসিমসহ অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার আরেক মামলায় আসামি করা হয়েছে শামীমসহ অজ্ঞাত তিনজনকে। মিজানুর রহমান আরো বলেন, মহেশপুরের বজরাপুর গ্রামের‘জঙ্গি আস্তানা’থেকে আটক জহিরুল ও তাঁর ছেলে জসিমকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *