টাঙ্গাইলের গোপালপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বারি মাল্টার চারা বিতরণ
এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের গোপালপুরে রাজস্ব খাতের অর্থায়নে উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় ফলবাগান ও প্রযুক্তি প্রদর্শনী স্থাপনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন গ্রামের সিআইজি ও আইপিএম ক্লাবের নির্বাচিত ২০জন সদস্যের মাঝে বিনামূল্যে ৬০টি করে মোট ১ হাজার ২শতটি বারি মাল্টা-১ জাতের চারা বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমিন। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) মরিয়ম আক্তার মুক্তা, সহকারি কমিশনার (ভূমি) মো. আহম্মদ আলী, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. মাজেদুল ইসলাম, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. হাসান আল মামুন, উপ-সহকারি কৃষি অফিসার মো. আবদুল মালেক, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মুহাম্মদ আবদুল হালিম প্রমুখ।