পল্লীশ্রীর উদ্যোগে দিনাজপুর কাহারোল উপজেলায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচিতে অতিদরিদ্রদের অংশগ্রহন শীর্ষক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

10-05-2017
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: ৭-৮-৯ মে, ২০১৭ইং তারিখে ইউরোপিয় ইউনিয়ন ও নেটস্ বাংলাদেশ’র সহযোগীতায় এবং পল্লীশ্রী কর্তৃক বাস্তবায়নকৃত ’সিভিল সোসাইটি অর্গানাইজেশনস স্ট্রেংদেন ডেমোক্রাটিক গভার্ণেন্স’ সিএসওএসডিজি প্রকল্পের আয়োজনে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচিতে অতিদরিদ্রদের অংশগ্রহন শীর্ষক তিনদিনব্যাপী এক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠান কাহারোল উপজেলার ৪নং তারগাঁও ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। আমাদের মোট বাজেটের ১২ শতাংশ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ব্যয় করা হয়। সরকার দারিদ্র্য নির্মূলের জন্য অনেক ধরণের কর্মকান্ড বাস্তবায়ন করছে। যার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠী যেন তার মৌলিক অধিকার পেতে পারে। এখনও বেশীর ভাগ মানুষ এ সমস্ত কার্যক্রম সম্পর্কে জানে না। সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে বিভিন্ন সেবা যেমন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিডি, ভিজিএফ, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ আরও বিভিন্ন সুবিধা দিয়ে থাকে। এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচিতে অতিদরিদ্রদের অংশগ্রহন বা প্রবেশগম্যতা বৃদ্ধির জন্যে পল্লীশ্রীর সিএসওএসডিজি প্রকল্পের বাস্তবায়নে এক গণতান্ত্রিক সংলাপের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪নং তারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:সাইফুল ইসলাম, সচিব মো: ইমদাদুল হক, সংরক্ষিত মহিলা আসনের সদস্যাবৃন্দ, শাহাপুর সিএসও কমিটির সভাপ্রধান বিচিত্রা, ফেন্সী বেগম। আরও উপস্থিত ছিলেন গ্রাম ও ইউনিয়ন সিএসও কমিটির সদস্যবৃন্দ, কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধি, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধি, কৃষি অফিসের প্রতিনিধি, প্রাণিসম্পদ অফিসের প্রতিনিধিসহ মোট ২৫ জন সদস্য অংশগ্রহন করেন। উক্ত সংলাপটি পরিচালনা করেন সিএসওএসডিজি প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো:কামরুজ্জামান। সহায়ক হিসেবে ছিলেন ফিন্যান্স অফিসার মতলুবর রহমান, ফিল্ড ফ্যাসিলেটেটর মোছা:আখিরা খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *