ঝিনাইদহের পল্লীতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে হামলায় ৩ জন আহত
লালন মণ্ডল, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে জমি জমা নিয়ে বিরোধের জের হামলায় ৩ জন আহত হয়ে সদর হাসপাতালের ভর্তি হয়েছে। আহতরা হল বেড়বাড়ি গ্রামের মৃত সুকুর খানের ছেলে এলেম খান(৬০)একই গ্রামের মৃত সুরত আলীর ছেলে উফা(৪৫)তুরাপ মণ্ডলের ছেলে জামাল মণ্ডল(৭৫)। হামলায় আহত এলেম খান জানায় বুধবার সকাল ৭.৩০ মিনিটে ইব্রাহীমের নেতৃত্বে ১১/১২ জনের একটি দল হটাত করে দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির পাশে রাস্তার উপর দাড়িয়ে থাকা লোকজনের সাথে জমি বন্ধকের বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে এলেম খানের উপের হামলা করে। এই সময়ে এলেম খানকে কে অন্যরা ঠেকাতে আসলে অন্যদের উপর হামলা করে। সে আরও জানায় প্রায় কয়েক মাস আগে পাগলা কানাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পিন্টু খান ইব্রাহিমের নিকট ১ লক্ষ ৮০ হাজার টাকা বন্ধক রাখা জমি এলেম খানের নিকট বিক্রয় করে। এই জমি ক্রয়ের অপরাধে ইব্রাহিম দল বল নিয়ে এলেম খান কে মারধর করে। এই হামলার ঘটনা কে কেন্দ্র করে ঝিনাইদহ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে