হাওর অঞ্চলকে দূর্গত এলাকা ঘোষণার দাবীতে ইটনায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান।
ইটনা (কিশোরগঞ্জ) হাওর অঞ্চল প্রতিনিধি: “হাওর বাঁচাও মানুষ বাঁচাও”- এই প্রতিপাদ্য বিষয়কে সামনের রেখে ১০ দফা দাবিতে হাওর অঞ্চলকে দূর্গত এলাকা ঘোষনার দাবীতে ইটনায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রধান মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারক লিপি গ্রহন করে ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান খান। দাবীগুলো হলো- ১. অবিলম্বে বন্যা কবলিত হাওর অঞ্চলকে দূর্গত এলাকা ঘোষনা করতে হবে। ২. দূর্গত এলাকার হাওরসহ সকল জল মহলের ইজারা বাতিল করে জনসাধারণের মাছ ধরার জন্য উন্মুক্ত ঘোষনা করতে হবে। ৩. সারা বছর দূর্গত এলাকার জন্য রিলিফের মাধ্যমে চাল ডাল দিতে হবে। ১০ টাকা কেজি দরে চাল বিতরণের পরিবার ভোগীর সংখ্যা বাড়াতে হবে। ৪. গবাদি পশুর জন্য গু-খাদ্যের ব্যবস্থা করতে হবে। ৫. কৃষকদের কৃষি ঋণ, এনজিও ঋণ ও মহাজনের ঋণ মওকুফ করতে হবে। ৬. নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম নিয়ন্ত্রনে রাখতে হবে। ৭. পানি উন্নয়ন বোর্ড সহ দূর্নীতি বাজদের শাস্তির ব্যবস্থা করতে হবে। ৮. নদী ও খাল খনন করতে হবে। ৯. ফসল রক্ষা বাঁধ যথা সময়ে মেরামত ও নির্মান করতে হবে। ১০. দূর্দশাগত কৃষকদের জিম্মি করে জমি বেচা কেনা বন্ধ করতে হবে। এই উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারী কলেজ সংলগ্ন মাঠে সমাবেশে বক্তব্য রেখেন মোঃ জুলফিকার আলী সদস্য সচিব, বাসদ। ডাক্তার আবেদ হোসেন সম্পাদক মন্ডলীর সদস্য বাংলাদেশ কৃষক সমিতি, মো্ ঃআরিফুল ইসলাম কার্য নির্বাহী সদস্য ক্ষেত মজুর সমীতি বাংলাদেশ প্রমুখ। আয়োজনে ছিল- বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি ও সমাজতাšিক¿ ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্ট।