মণিরামপুরে ভ্রাম্যমান আদালতে দুই সাংবাদিকের সাজা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মাদক সেবন ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে যশোরের মণিরামপুরে দুই যুবককে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (১.০৫.১৭ ইং) বেলা সাড়ে ১১ টার দিকে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) লিংকন বিশ্বাস আদালত পরিচালনা করে তাদের সাজা দেন। সাজা প্রাপ্তরা হলেন,কেশবপুরের আব্দুল হাইয়ের ছেলে আব্দুল্লাহ আল মাহফুজ (২৬) ও মণিরামপুরের ঝাঁপা গ্রামের আলাউদ্দিন বাউলীর ছেলে জুয়েল রানা (২৪)। এদের মধ্যে মাহফুজ নেট টিভি ২৪ ডট কমের যশোর জেলা প্রতিনিধি ও জুয়েল তার ক্যামেরাম্যান বলে পুলিশকে জানিয়েছেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক লিংকন বিশ্বাস জানান,সোমবার সকালে আদালত পরিচালনাকালে উপজেলার রাজগঞ্জ বাজারে জুয়েলের কাছে মাদক পাওয়া যায়। সে নিজেও আদালতের কাছে মাদক সেবনের কথা স্বেচ্ছায় স্বীকার করেছে। ফলে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
আর মাহফুজ সরকারি কাজে বাধা দেয়ায় দন্ডবিধি ১৮৬ ধারা মতে তাকে ২ দিনের সাজা দেয়া হয়েছে বলে জানান লিংকন বিশ্বাস।
আদালত পরিচালনাকালে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এসআই আইনুদ্দিন ও এএসআই ইমরান হোসেন উপস্থিত ছিলেন।