সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে“দুর্যোগের প্রস্তুতি সারক্ষন, আনবে টেকসই উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় হল রুমে এসসিআরডিএফ প্রকল্প কারিতাস রাজশাহী অঞ্চল এর আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করণীয় কর্মকান্ডের পরামর্শ দিয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন সংস্থার কর্মসুচী কর্মকর্তা ড.মিঃ আরোক টপ্য। অন্যানদের মধ্যে সাপাহার সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, প্রকল্প জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ফরিদুল ইসলাম প্রমুখ। বক্তব্য শেষে বিদ্যালয় প্রঙ্গনে গাছের চারা রোপন ও শিক্ষার্থীদের মাঝে বিনা মুল্যে বিভিন্ন ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।