শরীয়তপুরে জমির আগাছা খাওয়ায় গরুর মালিককে ঘুষি মেরে হত্যা।
মোঃ জামাল উদ্দীন(শরীয়তপুর): শরীয়তপুরের গোসাইর হাটের হালিম বেপারী (৭৫)নামে এক কৃষককে ঘুষি মেরে হত্যার ঘটনা ঘটেছে।নিহত হালিম বেপারী গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের মাইজারা গ্রামের বাসিন্দা।ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে।এলাকাবাসি এবং পরিবারের লোকজন সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্রেকে বলেন,ঘটনার দিন বিকেলে হালিম বেপারী নিজ বাড়ির পিছনের জমিতে ঘাস খাওয়ানোর জন্য গরু বেধে চলে আসে,পরে গরু ছুটে পাশে থাকা নাসির বেপারীর জমিতে ঘাস খেলে তিনি গরু বাড়িতে নিয়ে বেধে রাখেন।হালিম বেপারীর স্ত্রী নুরজাহান বেগম (৬৫) গরু আনতে গেলে নাসির বেপারী তাকে বকা দিয়ে গরু দিয়ে দেন।পরে এ নিয়ে দুই পরিবারের মধ্যে তুমুল তর্ক বেধে যায়।তর্কের এক পর্যায়ে নাসির বেপারী(৪০) তার ভাই বাসু বেপারী(৪৫) আজিজ বেপারী (৩৮) ও পাখি বেপারী (৩৫) লোকজন নিয়ে বাড়িতে ঢুকে হালিম বেপারীকে এলোপাথারি কিল ঘুষি মারতে থাকে।এতে তার নাক ফেটে প্রচুর রক্ত খরন হয়।পরে তাকে গোসাইরহাট উপজেলা স্বাস্হ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।এ বেপারে তার স্ত্রী নুরজাহান বেগম ৯ জনকে আসামি করে গোসাইর হাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলায় পুলিশ বাসু বেপারী ও নাসির বেপারী নামে দুজন কে গ্রেফতার করেছে বলে জানান।গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম মেহেদি মাসুম বলেন,হালিম বেপারী ও নাসির বেপারীর মধ্যে গরুর ঘাস খাওয়া নিয়ে মারপিট হয়।এতে হালিম বেপারী আহত হন।হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।তার লাশ ময়না তদন্তের জন্য শরীয়তপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ মামলায় বাসু বেপারী ও নাসির বেপারী নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।