চুয়াডাঙ্গায় ছাত্রলীগের তিন কর্মীকে কুপিয়ে জখম:রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড॥
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ছাত্রলীগের তিন কর্মীকে কুপিয়ে মারাতœক জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আহত রিগান (২৫) ও ইমরান কে(২৬) এর অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়েছে। মঙ্গলবার রাতে শহরের কবরী রোড সড়কে এই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরের কবরী রোর্ডে ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাতœক জখম করা হয় ছাত্রলীগ কর্মী রাসেল (২৮), রিগান (২৫) ও ইমরান (২৬) নামে তিন জনকে। পরে স্থানীয়রা ওই তিনজনকে উদ্ধার করে প্রথম চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রিগান ও ইমরানকে রাজশাহী রেফার্ড করা হয়। রাসেল (২৮) চুয়াডাঙ্গা সদর হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, নিজেদের মধ্যে কোন্দলের কারণেই এই হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।