শেখ হাসিনা আছেন হাওরবাসীর খাদ্যের সংকট হবে না –>> -ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

madan picture -1 copy
মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে দিশেহারা ক্ষতিগ্রস্ত হাওরবাসী কৃষকদের সকল ধরনের সহায়তার আশ্বাস দিয়ে দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন ’প্রধান মন্ত্রী শেখ হাসিনা হাওরবাসীর পাশে আছেন, খাদ্যের সংকট হবে না। আপনাদের ভয়ের কোন কারণ নেই।
ভয় না পাওয়ার বিষয়টি ব্যাখ্যা দিতে গিয়ে বলেন,আগাম বন্যায় ফসলি জমি তলিয়ে গেছে,আপনাদের মাথায় সরকারী-বেসরকারি ঋনের বোঝা নিয়ে কোন ধরণের দুঃশ্চিন্তা করবেন না। মাননীয় প্রধান মন্ত্রী আপনাদের পাশে থাকতে দেশের কোনো কৃষক না খেয়ে থাকবে না এবং ঋন গ্রস্ত হয়ে মরবে না। আগামী বছর ঘরে ফসল না ওঠা পর্যন্ত অসহায় কৃষক পরিবারকে মাসিক ৩০ কেজি করে চাল ,৫শ টাকাসহ সব ধরনের সহযোগিতা করবে সরকার,জানিয়ে দেন মন্ত্রী। মঙ্গলবার দুপুরে মদন উপজেলা প্রশাসনের উদ্যোগে উচিতপুর ফেরিগাট সংলগ্ন মাঠে হাওরবাসীর সাথে বন্যা পরিস্থিতি সর্ম্পকে মতবিনিময় সভায় দুযোর্গ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি এ কথা বলেন। জেলা প্রশাসক ড.মোঃ মুশফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিন এমপি, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ কামাল, উপ-সচিব মোঃ আনোয়ার হোসেন আকন্দ,জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা আব্দুর রহমান প্রমূখ। এ সময় মদন ও গোবিন্দশ্রী ইউনিয়নের ৩ শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারকে ১৫ কেজি করে সাড়ে চার মেট্রিকটন চাল এবং প্রত্যেককে নগত ৫শ করে দেড় লাখ টাকা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *