বোবা প্রতিবন্ধি মেয়েটাকে তার পরিবারের কাছে ফেরত দিতে চান আশ্রয়দাতা হাফিজা বেগম
সুন্দরগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব গ্রামের বৃদ্ধা হাফিজা বেগমের বাড়িতে আশ্রিত প্রতিবন্ধি মেয়েটিকে তার পরিবারের কাছে ফেরত দিতে চান তিনি। কিন্তু কোন উপায় খুজে পাচ্ছেন না। বোবা ওই মেয়েটি ১১ দিন ধরে তার বাড়িতে অবস্থান করছে। কোথা থেকে এসেছে, কোথায় তার ঠিকানা কিছুই বলতে পারে না মেয়েটি। শুধু ফ্যাল ফ্যাল করে হাসে আর বিভিন্ন অঙ্গভঙ্গি করে। রামদেব গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী হাফিজা বেগমের সাথে কথা হলে তিনি জানান গত পহেলা বৈশাখের দিন ওই মেয়েটি তার বাড়িতে আসে। মেয়েটি কথা বলতে না পারায় এবং অসহায় মনে হওয়ায় মেয়েটিকে তাড়িয়ে না দিয়ে আশ্রয় দিয়েছেন হাফিজা বেগম। হাফিজা বেগমের শুধু দুঃখ মেয়েটির ভরন পোষন দেয়ার ক্ষমতা তার নেই। তার স্বামী বেঁচে থাকলেও অচল ও রোগাক্রান্ত। স্বামীর সেবা তার অপর মেয়েটিকে সঙ্গ দেয়া হাফিজা বেগমের পক্ষে সম্ভব নয়। কারণ দুইবার অপারেশন করা তার স্বামীর সেবা শশ্রুষা করতে হয় সব সময়। বোবা প্রতিবন্ধি ওই মেয়েটি বাড়ি ছেড়ে কোথাও বের হচ্ছে না। মেয়েটিকে তার আপন ঠিকানায় দিতে পারলে খুশি হতো বলে জানান হাফিজা বেগম। এ ব্যাপারে বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান নজমুল হুদা জানান প্রতিবন্ধি ওই মেয়েটি আশ্রয়ের খবর শুনে তার পরিবারের কাছে ফেরত দেয়ার জন্যে ওই বাড়িতে গিয়ে মেয়েটির সাথে কথা বলতে চাইলে তিনি কিছুই বলতে পারেন না বিধায় কোন রকম পদক্ষেপ নেয়া সম্ভব হয়নি।