চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৩৮তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত॥
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুই দিনব্যাপি ৩৮ তম বিজ্ঞন ও প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দামুড়হুদা গালস স্কুল এন্ড কলেজ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়। শনিবার সকাল ১০টায় জেলার দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্ব বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওঃ আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার শাহা, প্রাথমিক শিক্ষা অফিসার ছাকি ছালাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারন সম্পাদক এম নুরুন্নবী ও দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন, এই মেলায় ৮টি স্টল বসানো হয়েছে এর মধ্যে দামুড়হুদা পাইলট গালস স্কুল এন্ড কলেজ,দামুড়হুদা বয়েজ পাইলট হাইস্কুল,কলাবাড়ী-রামনগর মাধ্যমিক বিদ্যালয়, দর্শনা কেরু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়, দামুড়হুদা মাধ্যমিক বিদ্যালয় ব্র্যাক,ওয়াদুদ শাহ ডিগ্রি কলেজ,ও দামুড়হুদা সেনেটারী হাউজ। বিশেষ অতিথি, দামুড়হুদা উপজেলা আওয়মীলীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু দামুড়হুদা উপজেলায় ৩৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩ টি কলেজ থাকলেও এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় মাত্র ৮টি স্টল হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন ও আগামী মেলায় যেন স্টল আরো বাড়ানো যায় সে ব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের আহবান জানান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসের নাজির হামিদুল ইসলাম।