নালিতাবাড়ীর চেল্লাখালীতে পাহাড়ি ঢল, বেড়িবাঁধ সংস্কার না করায় গাছের গুড়ি ও বাঁশ ফেলে সড়ক অবরোধ
হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি: রাতভর টানা ভারি বর্ষণে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খর¯্রােতে পাহাড়ি নদী চেল্লাখালীর পাহাড়ি ঢলে বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ, বিনষ্ট হয়েছে শত শত একর জমির বোরো ফসল, আকস্মিক পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। স্থানীয় কমিউনিটি ক্লিনিক, মসজিদ, ইউনিয়ন পরিষদ ভবন ও ঘরবাড়ি সবই বন্যা কবলিত হয়ে পড়েছে। ইতোমধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে গবাদি পশুর। বন্যা কবলিত হয়ে পড়ায় অনেকের ঘরে রান্না বন্ধ হয়ে গেছে। ফলে দুর্ভোগ বেড়েছে এ এলাকার মানুষের। এদিকে, বেড়িবাঁধ সংস্কার না করায় এ ঢলের কারণে শেরপুর-নালিতাবাড়ী সড়কের সন্নাসীভিটা বাজারে গাছের গুড়ি ও বাঁশ ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকরা। এসময় উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।