গাজীপুর পশ্চিম চান্দনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারা কোচিং বাণিজ্যে ব্যস্ত সরকারের নির্দেশনা তোয়াক্কা করছে না।
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত পশ্চিম চান্দনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারা সরকারের নির্দেশনা উপেক্ষা করে কোচিং বাণিজ্যে হাজার হাজার টাকা আত্মসাৎ করছে মর্মে জানা গেছে। ঘটনার বিবরণে প্রকাশ, পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ৫০০ টাকা হারে প্রায় অর্ধ লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে। প্রধান শিক্ষিকা উম্মে রোশমা সিদ্দিকার নেতৃত্বাধীন সকল শিক্ষিকারা একের পর একজন আকারে প্রাইভেট কোচিং বাণিজ্যটি চালিয়ে যাচ্ছে। তাছাড়া ১৫-১৬ জন শিক্ষক-শিক্ষিকা স্কুলের নিয়ম অনুযায়ী খাতা কলমে যথাযথ কর্তব্য দায়িত্ব পালন করছে না অর্থাৎ হাজিরা খাতায় দীর্ঘ ২/১০ বছর যাবত আগমন প্রস্তান যথানিয়মে নেই যাহা উর্ধ্বতন কর্মকর্তাদেরও আড়ালে তারা এই গোপনীয়তা রক্ষা করে যাচ্ছে। উপরে ছবিতে স্পষ্ট লক্ষ করা যাচ্ছে প্রাইভেট কোচিংটি ৫০০ টাকা হারে একজন সহকারী শিক্ষিকা কোচিং বাণিজ্যে ন্যস্ত আছে। (বিস্তারিত আগামীতে পত্রিকার পাতায়)