চুয়াডাঙ্গা জেলার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ শব্দ দূষনের কারণে পরিবারবর্গসহ বাড়ী ছাড়া। এ যেন এক মগের মুল্লুক

Photo
বিশেষ প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন পৌরসভার আওতাধীন বেলগাছি ঈদগাহ পাড়া রেলগেট সংলগ্ন মৃত হাজী আব্দুল মজিদের ছেলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ চাকুরী জীবনের অবসরে শেষ বয়সে সর্ব্বোস অর্থটুকু প্রয়োগে বাড়ী করে বসবাস করার জন্য কিন্তু বিধি বাম তার বাড়ী সংলগ্ন ওয়েল্ডিং কারখানার শব্দ দূষনের কারণে বাড়ী ছাড়তে বাধ্য হচ্ছে। যাহা চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক সহ জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রাথমিক ভাবে ওয়েল্ডিং কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেন। অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আদেশের সূত্র বরাতে সহকারী জজ অন্ত্যবর্তীকালীন আদেশ মোতাবেক কারখানা চালু রাখার নির্দেশ দেন। তাৎক্ষনিক বিবাদী সুলতান আহমেদ সহকারী জজ আদালতে অন্তবর্তীকালীন আদেশ রদ-রহিত করার জন্য আবেদন করেন। যদিও সহকারী জজ অন্তবর্তীকালীন আদেশটি স্থগিত করেন তথাপিও মামলা চলাকালীন ওয়েল্ডিং কারখানার কার্যক্রম চালু রাখার নির্দেশ দেন। যাহাতে এলাকাবাসীসহ আবেদনকারী অত্যন্ত ক্ষুব্দ হন এবং তাৎক্ষনিক ভাবে আবেদনকারী জেলা দায়রা জজ বরাবরে পুনরায় রিভিশন মামলা করতে বাধ্য হন। সচেতন মহল আশা করছে অনতি বিলম্বে জেলা দায়রা জজ ওয়েল্ডিং কারখানাটি বন্ধ করতঃ উহার সুরাহা মূলক আদেশদানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার বসবাসের সংক্রিয় ভূমিকায় স্থান পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *