স্বপদে বহাল হলেন সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সাজা
সুন্দরগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবু সোলায়মান সরকার সাজা স্বপদে বহাল হলেন মহামান্য হাইকোর্টের ১৪ এপ্রিল/১৭ তারিখের আদেশে।
আবু সোলায়মান সরকার সাজা ২০১৪ সালের ৩০ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নিবাচিত হন। এরপর ২৮ মে/১৪ রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণের দিন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন। এরপর স্থানীয় সরকার বিভাগের ১৮/১১/২০১৪ তারিখের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। উক্ত প্রজ্ঞাপনের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং- ৫২৮৪/২০১৭ দায়ের করলে গত ১৪/০৪/২০১৭ তারিখ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উক্ত প্রজ্ঞাপন ৩ মাসের জন্য স্থগিতের আদেশ দেয়া হয়। উক্ত আদেশের বলে গত ১৬/০৪/২০১৭ইং ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এর আগে সোলায়মান সরকার ২ দফায় ৫ মাস কারা ভোগ করেন। উল্লেখ্য ২০১৩ সালে ২৮ ফেব্রুয়ারি সুন্দরগঞ্জ উপজেলায় সংগঠিত বিভিন্ন নাশকতার ৭টি মামলায় তাকে আসামী করা হয়। প্রায় ২ বছর ৬ মাস পর তিনি স্বপদে ফিরেন।