ভোলাহাটে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৫৯ বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ব্যাটালিউন ও ভারতের ৮২ বিএসএফ ব্যাটালিউনের মধ্যে পতাকা বৈঠক সোমবার বেলা ১১টায় উপজেলার সদর ইউনিয়নের সীমান্ত পিলার ৯৮/১ এস নিকটে চামুশা গ্রামের ছিড়াগড় নামকস্থানে অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা পর্যন্ত দু’দেশের পতাকা বৈঠকে চাঁনশিকারী বিজিবি কোম্পানী ক্যাম্প’র পশ্চিম হতে চামুশা পর্যন্ত ৭০০’শ মিটার রাস্তা পাকাকরণের জন্য এ বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চলাচলের অযোগ্য এ রাস্তাটি পাকাকরণে নিয়মতান্ত্রিক ভাবে দু’দেশের মধ্যে কাগজ চালাচালি অব্যাহত থাকলেও অবশেষে এদিন দীর্ঘ ৫ঘন্টা আলাপ-আলোচনা শেষে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেনি উভয় দেশের বিজিবি ও বিএসএফ’র ব্যাটালিউন পর্যায়ের কর্তৃপক্ষ। এ সময় বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেন ৫৯ ব্যাটালিউন সিও লে: কর্নেল মোঃ রাশেদ খান ও ভারতের পক্ষে ৮২ ব্যাটালিউন বিজিবি’র কর্নেল রাজেস কুমার সিং। অন্যন্যের মধ্যে-সহ:অধিনায়ক মেজর পিকে সিং, কৃষ্ণপুর বিএসএফ কোম্পানী কমান্ডার কেদার রাম চৌধুরী, আলীপুর ইন্সপেক্টর লাল রিনসন, চাঁনশিকারী কোম্পানী কমান্ডার সবেদার বেলায়েত হোসেন, বিওপি কমান্ডার নায়েক সুবেদার আব্দুর রহমানসহ উভয় দেশের বিজিবি ও বিএসএফ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।