শেরপুরে বাংলা নববর্ষ উদযাপিত

20170414_092039_1600x1200
হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি : উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণে শেরপুরে নকলা উপজেলায় পহেলা বৈশাখে ১৪ এপ্রিল শুক্রবার সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় মুক্তমঞ্চ থেকে এক বিশাল মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুক্তমঞ্চ প্রাঙ্গণে শেষ হয়। পরে সেখানে পান্তা ভোজের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকারের নেতৃত্বে র‌্যালীর অগ্রভাগে ছিলেন, উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, উপাধ্যক্ষ আলতাব আলী, প্রধান শিক্ষক মজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক ওমর ফারুকসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের সরকারী, বেসরকারী কর্মকর্তা কর্মচারী এবং পৌর এলাকার নকলা পাইলট উচ্চ বিদ্যালয়, নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন, মমিনাকান্দা আল-আমিন দাখিল মাদরাসার শিক্ষক/শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ে এক বর্ণাঢ্য বিশাল র‌্যালী নকলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যা সকলের দৃষ্টি কেড়ে নিয়েছে। শেষে মুক্তমঞ্চ প্রাঙ্গনে এক পান্তা ভোজের আয়োজন করা হয়। পরে দুপুরে প্রতিবারের ন্যায় এবারও দিনটি পালন উপলক্ষে নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। দিবসটির তাৎপর্য সম্পর্কে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, ইউএনও রাজীব কুমার সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সভাপতি শাহ মোঃ বোরহান উদ্দিন, প্রধান শিক্ষক মজিবুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক ওমর ফারুক প্রমুখ। বিকেলে মুক্তমঞ্চে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবার সব বয়সের নারী পুরুষেরা বর্ষবরণে মেতে উঠেছে, যেন একটা বাঙ্গালীর মাঝে উৎসব বইছে। পৌরসভার ৮নং কায়দা ওয়ার্ডের উদ্যোগে ৪ দিন ব্যাপী এক অনুষ্ঠান মালার আয়োজন করেছে। এছাড়া সদরের বাহিরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *