শেরপুরে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স
হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি : ময়মনসিংহ বিভাগের সকল জেলার সাথে শেরপুরেও প্রায় ৫ লক্ষাধিক মানুষের সাথে ভিডিও কনফারেন্স করে সন্ত্রাস, জঙ্গিবাদ বিষয়ে সচেতনেতা ও প্রতিরোধ গড়ে তুলার জন্য এবং সরকারের উন্নয়ন ভাবনা নিয়ে মত বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৩ এপ্রিল বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টার দিকে শহীদ দারোগ আলী পৌরপার্কে স্থাপিত মঞ্চে শেরপুরের তৃণমূল প্রান্তিক জনসাধরনের সাথে এ মতবিনিময় করেন।
এসময় জেলা প্রশাসক ড.মল্লিক আনোয়ার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, শ্রীবরদী-ঝিনাইগাতীর সাংসদ প্রকৌশলী ফজলুল হক চান, পুলিশ সুপার রফিকুল হাসান গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানুসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ,মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রিন্ট ও ইল্টেকনিক মিডিয়ার সংবাদকর্মী, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ কয়েক হাজার উৎসুক জনতা।
কনফারেন্স চলাকালে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপার রফিকুল হাসান গনি, ক্ষুদ্র নৃগোষ্টির প্রতিনিধি রাবেতা মং, মৎস চাষী মহসিন মিয়া বক্তব্য রাখেন। বক্তরা শেরপুরে বিরিশিরী আদিবাসী কালচার সেন্টারের ন্যায় একটি আদিবাসী কালচার সেন্টার, জেলার সাথে রেল যোগাযোগ স্থাপন, সরকারী মৎস হ্যাচারী স্থাপন সহ নানা দাবী উৎথাপন করেন।
অপর দিকে নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্ত মঞ্চে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা/কর্মচারী, আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ হাজারো জনগণ উপস্থিত ছিলেন।