সাপাহারে ১৮৯ বোতল ফেন্সিডিলসহ আটক-৪

photo,sapahar,11-04-2017 (madok)
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে বিশেষ অভিযান চালিয়ে থানা পুুলিশ উপজেলার গোপালপুর হরতিকি গ্রামের একটি বাড়ি থেকে ১৮৯ বোতল ভারতীয় ফিন্সিডিল সহ চার মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার দুপুরে ওই গ্রামের মৃত: তাবজুুল মন্ডলের পুত্র নাজির হোসেন এর বাড়ী থেকে ফেন্সিডিলগুলি উদ্ধার করা হয়।
থানা সুত্রে জানা গেছে, ওই দিন গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পনিদর্শক (এসআই) আব্দুল হান্নান ও সাপাহার, পোরশা থানার দায়িত্বে থাকা এসআই (ডিএসবি) বায়োজিদ হোসেন এর নেতৃত্বে একদল সাদা পোশাক ধারী পুলিশ ওই গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রথমে মাদক ব্যাবসায়ী নাজির এর বাড়ী ঘেরাও করে তার শয়ন ঘরে খাটের নিচ থেকে ঢেকে রাখা অবস্থায় ১৮৯ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ঘরে বিশ্রামে থাকা অবস্থায় মাদক ব্যাবসায়ী উপজেলার গোপালপুর গ্রামের আঃ রহিম (২৫), রেজাবুল (৪০) পালিয়ে যেতে সক্ষম হলেও বাড়ীর মালিক নাজির হোসেন (৩৯), তার সহযোগী একই গ্রামের আবুল হোসেনের পুত্র আঃ কাদের (৩৫), মৃত: ইসমাইলের পুত্র মোকসেদুল (২৫) ও দিনাজপুর সদরের শালকী দক্ষিন পাড়ার আফসার আলীর পুত্র মহসিন আলী (৩২) কে গ্রেফতার করা হয়। এ বিষয়ে সাপাহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *