শরীয়তপুরের পদ্মা নদী থেকে পাঁচ চাঁদাবাজ আটক
শরীয়তপুরের পদ্মা নদী থেকে পাঁচ চাঁদাবাজকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল ৯ এপ্রিল রবিবার সকাল ৯টায় জাজিরার বিলাসপুর খেজুর তলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের জানখারকান্দি গ্রামের মৃত সোহরাব হোসেন বেপারীর ছেলে কালাম বেপারী (৫০), পাচুখারকান্দি গ্রামের মৃত শফিজ উদ্দিন সরদারের ছেলে মোতালেব সরদার (৪৫), বিলাসপুর সফি কাজির মোড় গ্রামের মৃত ওমর খাঁর ছেলে আলতাফ হোসেন খাঁ (৪৬), খেজুরতলা গ্রামের গিয়াস উদ্দিন মোল্যার ছেলে রাসেল মোল্যা (২০) ও মহর আলী কান্দি গ্রামের আসমত আলী সরদারের ছেলে রুবেল সরদার (৩০)।
শরীয়তপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৯টার দিকে জাজিরার বিলাসপুর খেজুর তলা এলাকার পদ্মা নদী থেকে ট্রলারযোগে বিভিন্ন ট্রলার ও নৌকা থেকে চাঁদাবাজির সময় ট্রলারসহ পাঁচ চাঁদাবাজকে আটক করা হয়েছে। আটকরা দীর্ঘদিন যাবত নৌ পথে চাঁদাবাজির সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে নগদ এক হাজার ২০টাকা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।