সকল রাজনৈতিক দলকে নিয়ে আগামী জাতীয় নির্বাচন হবে -প্রধান নির্বাচন কমিশনার
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি : প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সকল রাজনৈতিক দলকে নিয়ে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করে বলেন,রাজনৈতিক দলের সিদ্ধান্তের উপর নির্বাচন কমিশন কোন প্রভাব বিস্তার করতে পারেনা, তবে নির্বাচনে অংশগ্রহণের জন্য পরিবেশ সৃষ্টি করতে আস্থা অর্জনের চেষ্টা করতে পারি। ইতিমধ্যে সেই আস্থা অর্জন হয়েছে এবং ভবিষ্যতে সকল নির্বাচন নিরপেক্ষ করায় সচেষ্ট থাকবে কমিশন। তিনি আরো বলেন, রাজনীতিবিদদের আলাদা ভাবে পরামর্শ দেওয়ার কিছু নেই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে বলে তিনি আশাবাদি। শনিবার দুপুরে নবনির্মিত জামালপুর জেলা সার্ভার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।
জামালপুরের জেলা প্রশাসক মো: শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা ও দায়রা জজ মো: সায়েদুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সভাপতি বাকী বিল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন প্রমুখ। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন কর্মকর্তা, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।