শ্রষ্টাই মহান “কবিরাজী সেবায় সাফল্যতা অর্জন”
মোঃ মানসুর রহমান জাহিদ , খুলনা : খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৭নং গদাইপুর ইউনিয়নের চরমলই গ্রামের কবিরাজ গাজী আঃ খালেক দীর্ঘ ২০-২৫ বছর যাবৎ বিভিন্ন কবিরাজী সেবা প্রদান করে আসছেন। এছাড়াও তিনি একজন সমাজ সেবক ও গরীবের বন্ধু। তাহার কবিরাজী সেবায় নিজ এলাকার রোগীসহ দেশের বিভিন্ন স্থান হতে বিভিণœ দুরারোগ্য নতুন ও পুরাতন রোগে আক্রান্ত রোগিরা তার সেবায় সম্পূর্ণ সুস্থ হয়েছেন বলে জানা যায়। আরও জানা যায় যে, অনেক দুরারোগ্য ব্যাধি রোগী চিকিৎসার জন্য ভারত যেয়ে চিকিৎসা করার পর সুস্থ্য না হওয়ায় অবশেষে জীবনের শেষ চিকিৎসা মনে করে কবিরাজ গাজী আঃ খালেকের নিকট আসেন এবং কবিরাজের চিকিৎসায় তারা সম্পূর্ণ সুস্থ্য হয়ে গিয়েছেন বলে জানা যায়। কবিরাজ গাজী আঃ খালেকের অভিমত, আমি রোগ ভাল করার কেউ নয়, শুধুমাত্র ওছিলা মাত্র, রোগ নির্মূলকারী একমাত্র মহান আল্লাহ তায়ালা। তিনি আরও বলেন সেবা প্রদান করাই আমার ধর্ম। আরও জানা যায় যে, উক্ত কবিরাজ চিকিৎসার পূর্বে শুধুমাত্র তার ভেজষ ঔষুধের মূল্য নিয়ে থাকেন। রোগ নির্মূলের পর যদি কেউ তাকে খুশি হয়ে কোন কিছু প্রদান করেন, তা তিনি সম্মানের সহিত গ্রহণ করেন। এই মহান কবিরাজ দীর্ঘ ২০-২৫ বছর যাবৎ এই ভাবে মানুষের সেবা করে আসছে। যার কারনে তিনি বর্তমানে কবিরাজী চিকিৎসায় সাফল্যতা অর্জন করেছেন। অবশেষে কবিরাজ আব্দুল খালেক গাজী দেশবাসীর কাছে দোয়া প্রার্থী যে, সবাই যেন আমার জন্য দোয়া করেন, বাকী জীবনটা যেন আমি এভাবেই মানুষের সেবা করে যেতে পারি।