মোল্লাহাটে আদালতের নিষেধ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে চলছে ইমারত নির্মাণ কাজ

018
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: মোল্লাহাটে আদালতের বিধি-নিষেধ অমান্য করে বিরোধপূর্ণ এক খন্ড জমিতে পাকা ইমারত তৈরী হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মোল্লাহাট থানা থেকে মাত্র তিন’শ গজ দুরে গাড়ফা মৌজার ৪১ নং খতিয়ানের ৪৮৮ নং দাগে প্রকাশ্যে গত ৬/৭ দিন ধরে আদালত অবমাননার ওই ঘটনা ঘটে চলেছে। উক্ত ঘটনায় জমির মূল মালিক দাবীদার লিটন চৌধূরী থানা পুলিশসহ বিভিন্ন মহলের দ্বারে দ্বারে ঘুরেও কোন প্রতিকার পাচ্ছেন না বলে সাংবাদিকদের নিকট জানান। গাড়ফা গ্রামের মৃত লুৎফর রহমান চৌধূরীর ছেলে ভুক্তভোগী লিটন চৌধূরী জানান-উল্লেখিত দাগের মোট ৫৫ শতক জমি হতে পৈত্রিক ও ক্রয় সুত্রে ৩২ শতক জমির বৈধ মালিক তিনি। উক্ত জমিতে তার ইটের দেয়াল রয়েছে। সম্প্রতি একই গ্রামের মোশারেফ হোসেন চৌধূরীর ছেলে মিজানুর রহমান চৌধূরী ও মাফিজ চৌধূরী উক্ত জমি জবর দখলের ষড়যন্ত্র করে। উক্ত ষড়যন্ত্র প্রতিহত করতে লিটন চৌধূরী বাগেরহাট আদালতে ১৪৪ ধারা মতে প্রার্থনা করেন। আদালত তার আবেদন মতে উক্ত জমিতে যেন কোন পক্ষ প্রবেশ এবং কোন ধরনের কাজ করতে না পারে সে মর্মে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য মোল্লাহাট থানা ওসি’র প্রতি আদেশ দেন। আদালতের উক্ত নিষেধাজ্ঞা উপেক্ষা করে ২য় পক্ষ প্রকাশ্যে কাজ করে চলেছে। উক্ত ঘটনায় সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্থক্ষেপ কামনা করেছেন লিটন চৌধূরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *