নওগাঁর আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচির দশ টাকা কেজির১২বস্তা চাল কালোবাজারে বিক্রয় সময় উদ্ধার।
নওগাঁ প্রতিনিধি: “ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” শ্লোগানকে সরকার সেপ্টেম্বর থেকে অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু করে। এ কার্যক্রমের আওতায় একজন হতদরিদ্র প্রতিমাসে ১০টাকা দরে ৩০ কেজি চাল কেনার সুযোগ পাচ্ছে। মার্চ, এপ্রিল,সেপ্টম্বর,অক্টোবর ও নভেম্বর- এই পাঁচ মাস হতদরিদ্র ৫০লাখ পরিবার এ সুবিধা পাবে। এই সুবিধার আলোকে সারা দেশের ন্যায় এপ্রিল মাসের বরাদ্ধকৃত চাল প্রতিটি ইউনিয়নে খাদ্য অধিদপ্তরের নিয়োগকৃত ডিলার গনের মাধ্যমে হতদরিদ্র কার্ড ধারীদের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিতরন কালে নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নে কুশাতলা বাজারে চুয়ার মোন গ্রামের ব্যবসায়ী অহিদুর রহমান হতদরিদ্র কার্ড ধারীদের নিকট থেকে গোপনে চাল ক্রয় করে । এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৭এপ্রিল দুপুরে আত্রাই থানার এস আই সুতোসম সঙ্গীয় পুলিশ সহ কালিকাপুর ইউনিয়নের কুশাতলা বাজারে এক অভিযান চালিয়ে ঘটনার স্থল থেকে ১২ বস্তা চাল উদ্ধার করে। এদিকে পুলিশ আসা টের পেয়ে ক্রয়কৃত চাল রেখে কালোবাজারীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনার স্থল থেকে পরিত্যাক্ত অবস্থায় খাদ্যবান্ধন কর্মসূচির দশ টাকা কেজি মূল্যের১২ বস্তা কালোবাজারের চাল উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে কাউকে পুলিশ গ্রেফতার করতে পারে নাই। এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ(ওসি) বদরুদ্দোজা সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,বিষয়টি তদন্ত করে কালোবাজারীদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেয়া হবে।