“ অবশেষে রাস্তা সংস্কারের জন্য পেশাজীবি সংগঠন, ছাত্র সমাজ ও সাধারন পথচারীদের নিয়ে মানব বন্ধন, তাদের ঘোষনা।”

02
মোঃ মানসুর রহমান জাহিদ বিভাগীয় প্রতিনিধি, (খুলনা): খুলনা জেলার সবচেয়ে অবহেলিত পাইকগাছা ও কয়রাবাসী দিনের পর দিন অপেক্ষায় থেকে সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকে তাকিয়ে ছিলো, কখন পাইকগাছা উপজেলার অর্ন্তভুক্ত কপিলমুনি বাজার হতে পাইকগাছা আলমতলা পর্যন্ত রাস্তাটি সংস্কার হবে? কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেলেও অত্র রাস্তাটি সংস্কার হলো না। বর্তমানে অত্র রাস্তাটি এমন পর্যায়ে দাড়িয়েছে যে, প্রতিনিয়ন কোন না কোন স্থানে দূর্ঘটনা ঘটেই যাচ্ছে। শুধু তাই নয়, সবচেয়ে বিপদের সম্মুখিন হচ্ছে অত্র এলাকার গরীব ভ্যান, ইজি বাইক ও বাস মালিকগন। অত্র রোডে এই গরীব ভ্যান চালকদের আর্তনাদ অকুল্যময়, কেননা ২০০ টাকা আয় করতে গিয়ে তাদের জীবিকা অর্জনের ভ্যান, ইজি বাইকগুলোর পিছনে ৩০০ টাকা খরচ হয়ে যাচ্ছে। এসব চিত্র অবকাশে অবশেষে সাধারন পথচারী তাদের দুঃখ ও দুরদশার কথা মাননীয় প্রধান মন্ত্রী, যোগাযোগ ও সেতু মন্ত্রীসহ প্রশাসনের প্রধানদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি হতে পাইকগাছা আলমতলা পর্যন্ত রাস্তাটি সংস্কারের জন্য সবশ্রেণীর ব্যক্তিদের সমন্বয়ে “মানব বন্ধন” করেছেন। তাদের দাবী আর কোন প্রতিশ্রুতি নয়, এখন শুধু সংস্কারের কাজ শুরু হওয়া দেখতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *