টাঙ্গাইলে কৃমি নাশক ঔষধ খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ
সুমন ঘোষ: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কৃমিনাশক ওষুধ খেয়ে প্রায় শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শিক্ষার্থীদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। মঙ্গলবার উপজেলার গালা গন বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে । শিক্ষক ও শিক্ষার্থীর অভিভাবকরা জানান, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলার গালা গণ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান, কৃমি নাশক এ ট্যাবলেট খাওয়ানোর পরে পরই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে। এতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা ভয়ে আতংকিত হয়ে পড়ে। তাদেরকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। ঘাটাইল উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা, ডা. নারায়ন চন্দ্র সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।