চুয়াডাঙ্গার দামুড়হুদায় ২৫০ বোতল ফেন্সিডিলসহ আটক-১
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ২৫০বোতল ফেন্সিডিলসহ ইয়াকুব আলী (২৭) নামের এক ফেন্সিডিল ব্যাবসায়ীকে আটক করেছে। ইয়াকুব আলী দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের মৃত্যু আফাজ উদ্দীনের ছেলে। বুধবার সকাল ৭টার দিকে দামুড়হুদার প্রতাবপুর-মদনা সড়কের মাঝা মাঝি স্থানের সড়কের ধারে পানবরজের ভিতর থেকে ফেন্সিডিলসহ আটক করা হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খাঁন জানান, বুধবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জি এম এমদাদ, এ এস আই ফিরোজ,এ এস আই সাজেদুল, কনেষ্টবল মুস্তাফিজ ও আজিবার জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী প্রতাবপুর-মদনা সড়কের মাঝা মাঝি স্থানে সড়কের পাশে একটি পান বরজের ভিতরে অভিযান চালিয়ে ইয়াকুব আলিকে(২৭) আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক পান বরজের প¦াশের একটি গর্তের ভিতরে লতা পাতা দিয়ে ঢেকে রাখা অবস্থায় ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এব্যাপারে দামুড়হুদা মডেল থানায় মামলা হয়েছে।