গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কাল বৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত

Sundarganj Photo-1
গাইবান্ধা (সুন্দরগঞ্জ) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কাল বৈশাখী ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। লন্ড-ভন্ড হয়েছে হরিপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম।
জানা গেছে, গত সোমবার রাত সোয়া ৯ টার দিকে উত্তর-পশ্চিম দিক থেকে ধেঁয়ে আসা ঘুর্ণিঝড়ে উপজেলার হরিপুর ইউনিয়নের ৭ গ্রাম লন্ড-ভন্ড হয়েছে। ঝড়ে প্রায় অর্ধশতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছ-পালা ভেঙ্গে পড়েছে। এছাড়া ছাপড়হাটী ইউনিয়নের বাগানের ঘাট মহিলা দাখিল মাদ্রাসার আঁধা-পাকা ঘরের টিনের চাল উড়ে নিয়ে গেছে। প্রতিষ্ঠানের অফিস ঘরটি বিধ্বস্ত হওয়ায় অফিসিয়াল কার্যক্রম ব্যাহত হচ্ছে। ঝড়টি প্রায় আঁধা ঘণ্টা স্থায়ী হয়। বৃষ্টির সাথে দমকা হওয়া ও শিলাবৃষ্টি হয়েছে। এতে রবি ফসল বিশেষ করে গম, আগাম বোরো ধান, ভুট্টা, তোষা পাট, শাক-সবজি ক্ষেত ক্ষতিগ্রস্থ হয়েছে। হরিপুর ইউনিযনের হরি চরিতাবাড়ী, উজান তেওড়া, রাঘব, চর হরিপুর, কানি চরিতাবাড়ী, চর মাদারীপাড়া ও লখিয়ারপাড়া গ্রামে ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। হরিপুর ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম সরকার জিমি জানান ঘর বিধ্বস্তের পাশাপশি তার ইউনিয়নের অনেক গাছ-পালা ভেঙ্গে পড়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার জানান হরিপুর ইউনিয়নের চরাঞ্চলে কিছু ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে তবে সঠিক পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশেদুল ইসলাম জানান চরাঞ্চলে ফসলের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তা তালিকা করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার এস.এম. গোলাম কিবরিয়া জানান হরিপুর ইউনিয়নে ঘর-বাড়ি বিধ্বস্তের খবর পেয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্ত তালিকা করার জন্য বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *