সুজানগরের দুলাই আহম্মদপুর ইউনিয়নের ঘুর্ণিঝড়ে আঘাতে প্রায় ১০০টি পরিবারের বসতবাড়ীতে ব্যাপক ক্ষয়ক্ষতি আহত শতাধিক

04-04
সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলার দুলাই ও আহম্মদপুর ইউনিয়নের সোমববার সন্ধ্যায় ঘুর্ণিঝড়ে আঘাতে প্রায় ১০০টি পরিবারের ২শতাধিক বসতবাড়ী, গাছপালা, গবাদীপশুসহ ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এঘটনায় শতাধিক আহত হয়েছে। আহতদের সুজানগর ও পাবনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বেশি ক্ষতিগস্ত হয়েছে দুলাই ইউনিয়নের বদনপুর, চিনাখড়া গ্রাম ও আহম্মদপুর ইউনিয়নের চরগোবিন্দপুর। ১৫মিনিটের মধ্যেই এলাকার প্রায় ১০০টি পরিবারের বসতবাড়ী ভেঙ্গে দুমড়ে মুছড়ে যায়, বিভিন্ন জাতের গাছপালা ভেঙ্গে গিয়ে পাবনা-নগরবাড়ী মহাসড়কে উপড়ে পড়ায় যান চলাচল বন্ধ থাকে। পরে দমকল বাহিনী সদস্যরা গাছপালা অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়। ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় ঐ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত অধিকাংশ পরিবার খোলা আকাশের নিচে মানবেতার জিবন যাপন করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের রোকন, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব, আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম শাজাহান, অফিসার ইনচার্জ ওবাইদুল হক, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, আ’লীগ নেতা আব্দুল গফুর মাস্টার, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, ছাত্রলীগের সভাপতি শামীম আদম লিটন, সহ-সভাপতি বদরুজ্জোহা খান মানিক, সাধারণ সম্পাদক শেখ মিলন প্রমুখ। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে এমপি ও উপজেলা প্রশাসন নগদ ২ হাজার টাকা ও চাউল, চিরা, রুটি, কলা বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *