ভোলাহাটে মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ভোলাহাটে একটি ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের ৯০শতাংশ মুসল্লি এক চক্রান্তের শিকার হয়ে মসজিদের কাজে বাধাগ্রস্থ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হোসেনভীটা বড় জামে মসজিদের সভাপতি উনসাহাক মন্ডল, সাধারণ সম্পাদক ওবাইদুল হকসহ এলাকার মুসল্লিরা ভোলাহাট প্রেসক্লাবে উপস্থিত হয়ে অভিযোগ করে বলেন, মসজিদ সংলগ্ন মুসলিম আলীর ছেলে জিন্নুর আলী একটি চক্রের সাথে যোগসাজস করে র্দীঘদিন যাবত নানা প্রকার হয়রানিমূলক কর্মকান্ড করে মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করে আসায় তারা অতিষ্ঠ হয়ে গণমাধ্যমের আশ্রয়ে ছুটে এসেছেন। তারা বলেন, মসজিদের উত্তর পাশে পূর্ব-পশ্চিম দিকে লম্বা করে দফায় দফায় মসজিদের নামে সাড়ে ৭ শতাংশ জমি জিন্নুরের নিকট নিকট জমি ক্রয় করেন। পরে ১০ বছর পূর্বে এ পাশ দিয়েই মসজিদের পয়ঃনিষ্কাশনের জন্য নিজস্ব অর্থায়নে ড্রেন নির্মাণ করা হয়। বর্তমানে ড্রেনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ঝুঁকিমুক্ত করতে প্রকল্প হাতে নিলে জিন্নুর তার চক্রের সাথে যোগসাজস করে মসজিদের উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করতে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ করে হয়রানি অব্যাহত রেখেছে। জিন্নুরের অব্যাহত ষড়যন্ত্র থেকে মুক্ত হতে ২০১৬ সালের ২২ জুলাই মসজিদ কমিটিসহ এলাকাবাসি একটি সভা আহবানের মাধ্যমে তার ষড়যন্ত্র না করার প্রতিশ্র“তি দিয়ে ৩শত টাকা মূল্যের নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে অঙ্গীকারপত্র স্বাক্ষর করে এলাকাবাসিকে আশ্বস্ত করেন। কিন্তু তারপরও জিন্নুরের ষড়যন্ত্র অব্যাহত থাকায় বেকায়দায় পড়েছেন মসজিদ সংশ্লিষ্টরা। এলাকাবাসি জিন্নুর ও তার চক্রের হাত থেকে রেহায় পেতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থার কাছে প্রয়োজনীয় হস্তক্ষেপের মাধ্যমে মসজিদের উন্নয়নমূলক কাজ করার দাবী করেছেন।