নাটোরের বাগাতিপাড়ায় বিভিন্নহাট-বাজারে যত্রতত্র পশু জবাই ও মাংশ বিক্রির অভিযোগ

Bagatipara Pic 29-03-2017-01
বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বিভিন্নহাট-বাজারে যত্রতত্র পশু জবাই ও মাংশ বিক্রি ও জবাই করার পূর্বে পশুর স্বাস্থ্য পরীক্ষা করার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, বুধবার উপজেলার মালঞ্চি বাজারে পশু জবাইয়ের নির্ধারিত স্থান থাকলেও বাজারের পাবলিক টয়লেটের পাশে নোংড়া স্থানে পশু জবাই করা হয়। জবাই করার পূর্বে সময় প্রাণী সম্পদ অধিদপ্তর মনোনিত প্রতিনিধির মাধ্যমে পশুর স্বাস্থ্য পরীক্ষা করার নিয়ম থাকলেও তা মানা হয় না। মাংশ বিক্রির সময় ঝুলিয়ে না রাখাসহ নানানরকম অনিয়মের বিষয়গুলি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোন তদারকি নেই বলে অভিযোগ স্থানীয়দের। প্রাণী সম্পদ অফিসের প্রতিনিধি না আসায় পরীক্ষা ছাড়াই নিজেরা জবাই করার কথা স্বিকার করেছেন ওই বাজারের মাংশ বিক্রেতা আব্দুল। বিক্রির মাংশগুলো না ঝুলিয়ে হাটসেডের মেঝেতে পাটির উপরে রাখতে দেখে একজন ক্রেতা প্রতিবাদ করলেও কর্ণপাত করেননা মাংশ ব্যবসায়ী। অনিয়মের বিষয়গুলি উপজেলা সেনিটারী ইন্সপেক্টর আসলাম আলী জানালেও তিনি গুরুত্ব না দিয়ে দয়ারামপুর বাজারে যাওয়ার কথা বলে প্রসঙ্গ এড়িয়ে যান। এব্যপারে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ হাবিবুর রহমান জানান, আমাদের জনবল কম থাকায় প্রতিটি ইউনিয়নে সেচ্ছাসেবক আছে তাঁরাই প্রাথমিক পর্যায়ে পরীক্ষার কাজটি করেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *