মোল্লাহাটে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে উপজেলা প্রশাসনসহ সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে নানা আয়োজনে ব্যাপক উৎসাত উদ্দিপনায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০১৭ ইং উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপনে ২৬মার্চ প্রত্যুষে ৩১বার তোপধ্বনি’র মাধ্যমে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসুচির সুচনা হয়। পরে সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধা অফিস চত্বর শহিদ স্মৃতি স্থম্ভে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। এরপর পর্যায় ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা আ’লীগ, মোল্লাহাট থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, প্রেস ক্লাব মোল্লাহাট, লুৎফর রহমান বিএম কলেজ, ওয়াজে মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, শহিদ আব্দুল মুকিতের বোন কুলসুমসহ উক্ত পরিবারের সদস্য বুন্দ, উপজেলা জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। পরে সকাল ৮টায় কেআর কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউটস গার্লস গাইড ও স্কুল মাদ্রাসা এবং কলেজের ছাত্র/ছাত্রীদের সমন্বয়ে গঠিত দলসমূহের কুচকাওয়াজ, সালাম গ্রহণ এবং শারীরিক কসরত প্রদর্শন ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। একই স্থানে সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধণা ও আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা চেয়ারম্যান মোঃ শাহীনুল আলম ছানা। বিশেষ অতিথি ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হারুন আল রশিদ, থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, উপজেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিপদ বিশ্বাস ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাস। উপস্থিত ছিলেন-উপজেলা ভূমি সহকারী কমিশনার মোসাঃ তাসলিমা আলী, কেআর কলেজ অধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা যুবলীগ আহবায়ক মোঃ সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী সিকদার (নসু) , সাংবাদিক মোঃ আমির আলী, অধ্যাপক অরুন কুমার দাস, মোঃ জেহাদ সিকদার, মোঃ শাহিন, মোঃ মনির হোসেন, মোঃ মনিরুজ্জামান মোল্লা ও উপজেলা শ্রমিকলীগ সভাপতি মোঃ কেরামত কাজীসহ ইউপি চেয়ারম্যান গণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধী প্রমূখ।