সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার কার্যক্রম ৩ বছরেও চালু হয়নি

Sundargonj News 27-03-2017 (1)
সুন্দরগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্ধিত অবকাঠামো উদ্বোধনের ৩ বছর অতিবাহিত হলেও ৫০ শয্যার কার্যক্রম আজও চালু হয়নি।
জানা গেছে, গত ২০১৪ সালের ২৫ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা শহর গাইবান্ধা থেকে ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মিত বর্ধিত অবকাঠামো উদ্বোধন করেন। উদ্বোধনের ৩ বছর অতিবাহিত হলেও ৫০ শয্যার কার্যক্রম আজও চালু হয়নি। এতে করে এলাকার ৬ লক্ষাধিক মানুষ উন্নত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া কমপ্লেক্সটিতে চিকিৎসা নিতে আসা রোগিরা পর্যাপ্ত শয্যা না থাকায় ফ্লোরে অবস্থান নেয়ার ভয়ে চিকিৎসা না নিয়েই বাড়িতে ফিরে যাচ্ছে। মুমূর্ষু রোগিরা জীবন বাঁচার তাগিদে শয্যা না থাকায় ফ্লোরে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে। এদিকে দীর্ঘ এক বছর পূর্বে ৫০ শয্যা বিশিষ্ট কমপ্লেক্সের বর্ধিত ১৯ শয্যার বরাদ্দ পাওয়ার পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন না। এখনো ৩১ শয্যার মধ্যে হাসপাতালের সেবা কার্যক্রম সীমাবদ্ধ রয়েছে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গত বছরের ১লা জানুয়ারী হতে বর্ধিত শয্যার কার্যক্রম চালু করার কথা ছিল। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার মোস্তফিজুর রহমান জানান, সিভিল সার্জন অফিসে ১৯ শয্যা চালু করার বরাদ্দপত্র মিললেও তা আমার হস্তগত হয়নি। এব্যাপারে ইউএনও এস.এম গোলাম কিবরিয়া জানান আমি এই উপজেলায় সবেমাত্র যোগদান করেছি। তবে স্বাস্থ্য কমপ্লেক্সটি থেকে যাতে এ উপজেলাবাসী চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করণের লক্ষ্যে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে নেয়ার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *