সুজানগরে যথাযথ মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরে রোববার রাত ১২.০১ মিনিটে ৩১বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবস শুভ সূচনা শুরু হয়। সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারী ও আধা-সরকারী, স্বায়ত্ব শাসিত এবং বেসরকারী ভবন, দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। সকাল ৮টায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে পুস্পস্তক অর্পন, মাজার জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিক ভাবে সকাল ৮.৩০মিনিটে সুজানগর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, বয়েজ স্কাউট, গার্লস গাইট, রোভার স্কাউট, কাপদল বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দাকার আজিজুল হক আরজু, উপজেলা প্যানেল চেয়ারম্যান জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন, অফিসার ইনর্চাজ ওবাইদুল হক। দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপজেলা প্যানেল চেয়ারম্যান জালাল উদ্দিনের সভাপতিত্বে ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যদেন খন্দাকার আজিজুল হক আরজু এমপি। স্বাগত বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন। এসময় আরো বক্তব্য রাখেন, মুক্তিযেদ্ধা কমান্ডার আব্দুল মজিদ সরদার, ডেপুটি কমান্ডার আব্দুল হাই, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম, ইবাদত আলী বিশ্বাস, মতিয়ার রহমান প্রমুখ। বিকেল ৪.৩০ঘটিকায় সুজানগর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন বনাম পৌরসভার সুধী বৃন্দ মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সুজানগর পৌরসভার উদ্দোগে পৌরসভা ভবনসহ, প্রধান প্রধান সড়ক ও সড়ক দীপ সুমহ জাতীয় পতাকা ও বিভিন্ন রংয়ের পতাকা দ্বারা সাজ সজ্জীত করণ ও উপজেলা পরিষদ আলোক সজ্জা করা হয়।