মোল্লাহাটে বিভিন্ন কর্মসূচিতে গণহত্যা দিবস পালিত

016
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে উপজেলা প্রশাসনসহ সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে যথাযথ গুরুত্বে সারা দেশের ন্যায় প্রথমবারের মত আনুষ্ঠানিক ভাবে গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের শুরুতে গতকাল শনিবার (২৫মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ মুক্তিযোদ্ধা অফিস চত্বরে শহিদদের নাম ফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা আ’লীগ, মোল্লাহাট থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, প্রেস ক্লাব মোল্লাহাট ও শহিদ আব্দুল মুকিতের বোন কুলসুমের নেতৃত্বে পরিবারের অন্যান্য সদস্যসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন-উপজেলা চেয়ারম্যান মোঃ শাহীনুল আলম ছানা। বিশেষ অতিথি ছিলেন-উপজেলা আ’লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ তাসলিমা আলী ও থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *