সান্তাহারে গ্রীন লাইট এ্যাসোসিয়েশন অব সোস্যাল সার্ভিস গ্লাস এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার সান্তাহার পৌর শহরের সাঁতাহার এলাকায় অবস্থিত গ্রীন লাইট এ্যাসোসিয়েশন অব সোস্যাল সার্ভিস (গ্লাস) নামক সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের উদ্যোগে প্রতি বারের ন্যায় এ বছরেও পৌর শহরে গত বুধবার দুপুরে ১০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ সহ শিক্ষা উপকরণ বিতরণ করেছে। আদমদীঘি উপজেলায় এই ধরনের সমাজ সেবা মূলক কর্মসুচি চালু করে এলাকায় ব্যাপক সাড়া ফেলার পাশাপাশি এই সংগঠনটি বেশ প্রসংশা অর্জন করেছে। এই কর্মসুচির আওতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেনির হত দরিদ্র অথচ মেধাবী এমন ছাত্র-ছাত্রীদের নির্বাচিত করা হয়েছে এবং নির্বাচিতদের একটি স্কুল ব্যাগ, খাতা ও কলম বিতরণ করা হয়েছে। গ্লাসের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রেজাউল করিম, আবু বক্কর সিদ্দীক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক কাঞ্চন খাঁন, সহ-সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতেমা লিপি, হাসান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ, মার্টিন জয় মন্ডল প্রমুখ।