পতœীতলায় নি:শংসভাবে হত্যার শিকার মোবাইলফোন দোকানদার হত্যাকান্ডের একদিন পেরিয়ে গেলেও রহস্য পুলিশ উদ্ধার করতে পারেনি, পরিবারে কান্নার মাতম ॥ চোর সন্দেহে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

Patnitala Pic, 23.3.17
মো: আব্দুর রহিম,পতœীতলা (নওগাঁ) প্রতিনিধি : গত বুধবার ২২ শে মার্চ রাত সাড়ে ১০টার দিকে নৃশংসভাবে দুই সন্তানের জনক পতœীতলা উপজেলার পৌর এলাকার বিশিষ্ট মোবাইলফোন ব্যবসায়ী আমিনুল আসলাম (৩০) সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে ছুরিকাঘাতে খুন হন। আমিনুল ইসলাম হত্যাকান্ডের একদিন পেরিয়ে গেলেও পতœীতলা থানা পুলিশ এ হত্যার কোন রহস্য উৎঘাটন করতে পারেনি, এবং কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি বলে নিহতের পরিবার অভিযোগে জানিয়েছেন।

সরজমিনে নিহত আমিনুল ইসলাম এর বাড়িতে গিয়ে দেখা গেছে তার শিশু পুত্র মো: আল মমিন (৪ বছর) বাবা বাবা বলে কাঁদছেন। শিশু কন্যা আনিশা (৩ মাস) বাবা কোথায় বোঝে এবং জানে না। শুধু ঘুমিয়ে আছেন। আর তাঁর পরিবারে কান্নার আহাজারি। এ কান্না আর কত পরিবার কাঁদবে এ প্রশ্ন এলাকাবাসীর! শিশু কন্যা ও পুত্র জানেনা তার বাবা এখন কোথায়। এ মামলার তদন্তকারী অফিসার এসআই শহিদুল ইসলাম জানায় এ হত্যাকান্ডের কোন রহস্য পুলিশ এখনো উদ্ধার করতে পানেন নি। তবে আসামী গ্রেফতার ও এ হত্যা কান্ডের রহস্য উৎঘাটনের জোর তৎপরতা চলছে। এলাকাবাসী এ হত্যা কান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট। নিহত আমিনুল ইসলামের লাশ ময়না তদন্ত শেষে তাঁর জানাজা হয়েছে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭.০০ ঘটিতকায় তার নিজ বাড়ি ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের চক্আড়া গ্রামে। জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। আমিনুল ইসলামের অকাল মৃত্যুতে তার পরিবারসহ পতœীতলা উপজেলাবাসীর মাঝে শোকের ছাঁয়া নেমে আসে। পতœীতলা থানার ওসি মো: মাজহারুল ইসলাম জানায় এ হত্যা কান্ডের আসামীদের গ্রেফতারের জোর তৎপরতা আমরা চালিয়ে আসছি।

অপর দিকে গত ২২ মার্চ মধ্যেরাতে উপজেলার শিহাড়া ইউনিয়নের রাজাপুর (যুগিনীপাড়া) গ্রামে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত হয়েছে। তার নাম মাজেদ(২৮) পিতার নাম আব্দুল খালেক। বাড়ি নওগাঁর মান্দা উপজেলার ভালাইন উনিয়নের বনতেস্বর গ্রামে বলে পতœীতলা থানার এসআই হাবিবুর রহমান গতকাল শুক্রবার বিকেলে জানিয়েছেন। তার নিকট থাকা বোমাইল ফোনের থাকা নাম্বারের মাধ্যমে এ ঠিকানা পাওয়া গেছে। পুলিশ জানায় সে একজন কুখ্যাত মটর সাইকেল চোর। তার নাতে বিভিন্ন থানায় অসংখ্য চুরি মামলা রয়েছে বলে দাবি করেন।এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *