ইসলামপুরে হরিণধরা নদীর উপর ব্রীজের ভিত্তি প্রস্থর স্থাপন
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি : চরবাসীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতায় জেলার ইসলামপুর উপজেলার হরিণধরা বাজার সংঘœ দশানী নদীর উপর ৯৬ মিটার আর সিসি গার্ডারের ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন জামালপুর-২,ইসলামপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল।
বাংলাদেশ আওয়ামীলীগ চরগোয়ালীনি ইউনিয়ন শাখার আয়োজনে হরিণধরা বাজারে শুক্রবার দুপরে ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্রীজের ঠিকাদার মাকছুদুর রহমান আনছারী, ইসলামপুর পৌর আওয়ামীলীগের সভাপতি নুর ইসলাম নুর,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলীনুর ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রানাসহ পার্শ্ববর্তী ইউনিয়ন ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও এলাকার সুধী বৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে মিতুল এন্টার প্রাইজ ৫কোটি টাকা ব্যায়ে ব্রীজটি নির্মাণ করা হবে।