আলমডাঙ্গার নান্দবার বাজারে মেয়াদোত্তীর্ণ কৃষি ওষুদের দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও কৃষিওষুধ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

Chuadanga Vrammoman adalot-pic 23-03-17
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নান্দবার বাজারে মেয়াদোত্তীর্ণ কৃষি ওষুদের দোকান খুঁজে পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে বাজারের বিশ্বাস টেডার্সে অভিযান চালিয়ে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয় এবং দোকানের মালিক মিজানুর রহমানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা ওষুধ মাটিতে পুতে বিনস্ট করা হয়।
চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সেলিম্জ্জুামান জানান, নিয়মিত অভিযান পরিচালনা করাকালে আলমডাঙ্গার নান্দবার বাজারের মিজানুর রহমানের সার-কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ৪১২ বোতল তরল কীটনাশক ও ২৯৫ প্যাকেট দানাদার কীটনাশক জব্দ করা হয়। দোকানে থাকা অধিকাংশ ওষুধই ছিল মেয়াদোত্তীর্ণ। ২০১৪ সালে মেয়াদ শেষ হয়েছে এমন ওষুধও দোকানে পাওয়া যায়। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কম দামে মেয়াদোত্তীর্ণ ওষুধ কিনে তা বিক্রি করে চাষিদের সাথে প্রতারণা করে আসছিলেন । বাজার অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সেলিমুজ্জামান। তিনি ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় দোকানের মালিক মিজানুর রহমানকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনায় সহায়তা করেন জেলা সেনেটারি ইন্সপেক্টর গোলাম ফারুক। এসময় চুয়াডাঙ্গার কনজুমান এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *