সুন্দরগঞ্জে উপ-নির্বাচন আ’লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন

সুন্দরগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আ’লীগের প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ (নৌকা) ৯০ হাজার ১৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) পেয়েছেন ৬০ হাজার ১০০ ভোট। রিটার্ণিং অফিসার ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাহাতাব উদ্দিন উপজেলা কন্ট্রোল রুম থেকে ১০৯ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।
গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। কিন্তু ভোটার উপস্থিতি ছিল কম। ৬/৭টি ভোটকেন্দ্র ছাড়া অন্যান্য ভোট কেন্দ্রে ভোটারের লাইন দেখা যায়নি। ভোট কেন্দ্রের ভিতরে ও বাহিরে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে কঠোর নিরাপত্ত ব্যবস্থা গ্রহণ করা হয। ভোট গ্রহণের সময় নির্বাচনী এলাকায় ১৯ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ৭ প্লাটুন বিজিবি, র‌্যাব ১৭ টিমের টহল ছিল। ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল পুলিশ ও আনসারসহ ৪ সহস্রাধীক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। মোট ভোট কেন্দ্র ১০৯টি। ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৮০৭ জন। অন্যান্য প্রার্থীদের মধ্যে এনপিপির জিয়া জামান খাঁন (আম) ১০১৯ ভোট, জাসদের মোহাম্মদ আলী প্রামাণিক (মশাল) ২৭৭, জেপির ওয়াহেদুজ্জামান সরকার (বাইসাইকেল) ১২৯৩, গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ) ১৫৪ ভোট, সতন্ত্র প্রার্থী মোস্তফা মহসিন (আপেল) ১২ হাজার ২৩৩ ভোট। এর মধ্যে মহিলা ভোটার ১ লাখ ৭০ হাজার ৮৪১ জন, পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৬৬ জন। মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৬২২। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ২৪৫। বাতিল কৃত ভোটের সংখ্যা ১ হাজার ৩৭৭। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৯.৯৭%। উল্লেখ্য গত বছরের ৩১ ডিসেম্বর সরকার দলীয় সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার পর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *