মণিরামপুর কলেজের সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন
আনোয়ার হোসেন,মণিরামপুর (যশোর): প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে মণিরামপুর কলেজের দুই দিনব্যাপি সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে একটি আনন্দ র্যালি বের হয়ে কলেজ চত্বরে এসে শেষ হয়। এরপর কেক কেটে সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড.পীযূষকান্তি ভট্টাচার্র্য্য। কলেজেরে পরিচালনা পর্ষদের সভাপতি সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.আব্দুস সাত্তার। কলেজের স্মৃতি চারণ করে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু,উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান ও থানা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র এ্যাড.শহীদ ইকবাল হোসেন। উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য জিএম মজিদ ও কলেজের বর্তমান অধ্যক্ষ রবিউল ইসলাম ফারুকী। যশোর জেলা পরিবহন শ্রমিকলীগের সহ-সভাপতি বাবুল করিম বাবলু,যশোর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাবেক ছাত্রনেতা এ্যাড.বশির আহমেদ,মনিরুজ্জামান মিল্টন,আসাদুজ্জামান মিন্টু,মুরাদুজ্জামান মুরাদ,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।