নওগাঁর আত্রাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত।
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে। গতকাল ১৭ মার্চ সারা দেশের ন্যায় আত্রাই উপজেলা প্রসাশন ও পরিষদের উদ্যেগে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বণার্ঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে উপজেলার আমতলায় উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান এবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি, আত্রাই,নওগাঁ,জয়া মারিয়া পেরেরা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একরামূল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, উপজেলা মুক্তিযোদ্ধা কমন্ডার আকতারুজ্জামান আকতার, আত্রাই মোল্লা আজাদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক দুলু। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রীনৃপেন্দ্র নাথ দত্ত দুলাল,সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন,উপজেলা ইন্সট্রাক্টর আখমআহম্মেদ পিন্টু,উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক,বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ,আত্রাই, নওগাঁ,অধ্যক্ষ রেজাউল করিম, আত্রাই মডেল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিমুদ্দিন, আহসান গঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনদ কুমার প্রামানিক, কলকাকোলি কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মাজেদুর রহমান, শিশু কিশোর একাডেমিক অধ্যক্ষ আসফাদ্দোল্লাহ বাচ্চুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারী,স্বেচ্ছা সেবী সংগঠন এর কর্মকর্তা/কর্মচারী,সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা/কর্মচারী বৃন্দ প্রমূখ। আলোচনা শেষে উপজেলা অডিটরিয়াম সভা কক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমল মতি শিক্ষার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর চিত্রা অংকনে অংশ গ্রহন করে এছাড়া সকাল ১১টায় উপজেলা পরিষদের বকুলতলায় উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃত্বে উপজেলা শিল্প কলা একাডেমির শিল্পি মামুনুর রহমান ও আকতার রানার পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।