মোল্লাহাটে পূর্ব শত্রুতার জেরে পাঁচটি পান বরজ পুড়িয়ে ভষ্ম পনের লক্ষ টাকার ক্ষতি
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে দুস্কৃতিকারীদের বিরুদ্ধে পূর্ব শত্রুতার জেরে শান্তি প্রিয় কৃষকের পান বরজ আগুনে পুড়িয়ে ভষ্ম করার অভিযোগ পাওয় গেছে। উপজেলার ভৈরবনগর গ্রামে গত মঙ্গলবার বিকাল ২.৩০টার দিকে ধ্বংসাত্বক ওই ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ক্ষতিগ্রস্থ এক কৃষকের বাদীত্বে ওই দিনই মোল্লাহাট থানায় একটি মামলা হয়েছে।
মামলার বিবরণ ও ক্ষতিগ্রস্থ পান চাষি/কৃষক সুত্রে প্রকাশ-মোল্লাহাট উপজেলার একটি আদর্শ গ্রাম ভৈরবনগর। ওই গ্রামের সকলে পান চাষসহ প্রায় সব ধরনের সবজির আবাদ করে আসছে। কেউ কোন ধরনের নেশা বা বাজে অভ্যাস করে না। নারী-পুরুষ ও ছেলে-মেয়ে যার যার মত কৃষি কাজ/লেখা পড়ায় ব্যাস্ত থাকেন। যে,কারনে সকলেই বেশ সুখে শান্তিতে ছিলেন। সম্প্রতি পার্শ্ববর্তী চিতলমারী উপজেলার বড়গুনী গ্রামের কয়েক যুবক ওই গ্রামে ঢুকে ক্ষেতের ফসল চুরিসহ বিভিন্ন ধরনের উছৃঙ্খলতা শুরু করে। বিষয়টি নজরে পড়ায় ওই সকল যুবকদের গ্রামে ঢুকতে নিষেধ করেন অনেকে। উক্ত কারনে ক্ষুব্ধ হয়ে বড়গুনী গ্রামের রাজা মিয়া (ঝন্টু শেখ)’র ছেলে- সোহাগ সেখ (২২) ও লাভলু মোল্লার ছেলে-তামিম মোল্লা (২৩)’সহ অজ্ঞাতনামা ৫/৬ জন দুস্কৃতিকারী পান বরজে আগুন দিয়ে পালিয়ে যায়। মুহুর্তের মাঝে আগুনে ভষ্ম হতে থাকে একরপর এক পান বরজ। এক পর্যায়ে ভৈরব নগর ও চর আটজুড়ী গ্রামের নারী-পুরুষ সকলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। ততক্ষণে ভৈরবনগর গ্রামের কৃষক- পরেশ চন্দ্র হীরা (৬০), নীল রতন হীরা (৪০), অরুন হীরা (৪২) ও নিশিকান্ত হীরা (৪০)’র পান বরজ পুড়ে ভষ্ম হয়। এছাড়া আগুনের তাপে আংশিক ক্ষতি হয় পাশের কয়েকটি পান বরজ এবং কয়েকটি তাল গাছ। কৃষকদের দেয়া তথ্য মতে আগুনের ওই ঘটনায় অন্তত পনের লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া আগুন নেভানোর চেষ্টাকালে কয়েক ব্যক্তি আহত হয়েছে বলেও জানান তারা।
থানা ওসি- আবু সাঈদ মোঃ খায়রুল আনাম বলেন-উক্ত ঘটনায় মামলা নেয়া হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে