অস্ত্র ও বোমা উদ্ধার ॥ পুলিশের এক এসআইসহ আহত ২ জন তালায় বন্দুকযুদ্ধে বিদ্যুৎ বাহিনী প্রধান বিদ্যুৎ সহ দুইজন নিহত

Tala Pic
অমল সেন তালা(সাতক্ষীরা) প্রতিনিধি : রোববার ভোরে তালা সদরের রহিমাবাদ গ্রামের একটি আমবাগানে তালা থানা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চরমপন্থি নেতা বিদ্যুত বাছাড় ও তার সহযোগী শেখ তালহা নিহত হয়েছে। এসময় পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন। নিহত বিদ্যুত বাছাড় চরমপন্থি দল পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির বিদ্যুত বাহিনী প্রধান। তার বিরুদ্ধে ৫টি ডাকাতি ও ৪টি অস্ত্র মামলাসহ ১৪টি মামলা রয়েছে। অপরদিকে নিহত তালহার বিরুদ্ধে রয়েছে একটি নাশকতার মামলা। আহত দুই পুলিশ সদস্য এএসআই মোহন ও কনস্টেবল নাজমুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, গোপন সূত্রে খবর আসে যে কয়েকজন সন্ত্রাসী রহিমাবাদ গ্রামে রক্ষন ঘোষের আমবাগানে সেখানে বসে ডাকাতির জন্য শলাপরামর্শ করছে। খবর পেয়ে এসআই মোজাফফর ও এস আই নাজমুলের নেতৃত্ব পুলিশের দুটি দল সেখানে পৌঁছাতেই তারা তাদের ওপর ককটেল হামলা চালায় এবং গুলিও করলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ১৫ মিনিট গুলি বিনিময়ের পর সেখানে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। অন্যরা পালিয়ে যায়।
ওসি জানান, রোববার সকালে স্থানীয়দের সাথে কথা বলে নিহতদের পরিচয় পাওয়া গেছে। তার হলো তালার মাগুরা ইউনিয়নের মাগুরাডাঙ্গা গ্রামের কানাই বাছাড়ের ছেলে বিদ্যুত কুমার বাছাড় ও সুজনসাহা গ্রামের নুর ইসলামের ছেলে শেখ তালহা শেখ। তিনি জানান বিদ্যুত বাছাড় চরমপন্থি দল পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির বিদ্যুতবাহিনী প্রধান। তার বিরুদ্ধে ৫টি ডাকাতি ও ৩টি অস্ত্র মামলাসহ ১৪টি মামলা রয়েছে। অপরদিকে নিহত তালহার বিরুদ্ধে রয়েছে একটি নাশকতার মামলা। আহত দুই পুলিশ সদস্য এএসআই মোহন ও কনস্টেবল কল্যান প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার বন্দুক, একটি দেশি পিস্তল, রামদা, হাতুড়িসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয় এবং ঘটনায় তালা থানায় একটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *