সুন্দরগঞ্জে চন্ডিপুর ইউপির সাধারণ নির্বাচনের দাবিতে মানববন্ধন
সুন্দরগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
গতকাল শনিবার চন্ডিপুরের পাঁচপীর-সীচার সড়কের চন্ডিপুর হাই স্কুল সংলগ্ন রাস্তায় সাধারণ নির্বাচনের দাবিতে শত-শত নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী এমএ মালেক, সদস্য প্রার্থী ফুল মিয়া প্রধান, আব্দুর রউফ সরকার চাঁদ, রেজাউল মিয়া প্রমূখ। বক্তারা জানান গত ৩১ মার্চ/১৬ইং সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তফশীল ঘোষণা করা হলেও একটি কু-চক্রী মহল তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে সীমানা নির্ধারণের অজুহাত তুলে মহামান্য হাই কোর্টে-১০০৩০/১৫ইং রীট পিটিশন দাখিল করে। এরই প্রেক্ষিতে মহামান্য হাই কোর্ট ২৯ মার্চ/১৬ইং উক্ত ইউপি নির্বাচন স্থগিত করেন। দীর্ঘদিন শুনানীর পর গত ১১ জানুয়ারি/১৭ইং মহামান্য হাই কোর্ট সাধারণ নির্বাচনের নির্দেশ দেয়। এদিকে বাংলাদেশ নির্বাচন কমিশন উক্ত ইউপি’র সাধারণ নির্বাচনের তফশীল ঘোষণা না করে উপ-নির্বাচনের তফশীল ঘোষণা করায় এলাকাবাসী ফুসে উঠে। এরই প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছে।