কাহালুতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
কাহালু(বগুড়া)প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় কাহালুতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। ১২.০১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ হতে উপজেলা চত্বর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসের সুচনা করা হয়। এর পর উপজেলা পরিষদ,মুক্তিযোদ্ধা সংসদ,প্রেসক্লাব,আওয়ামীলীগ,বিএনপি জার্তীয় পাটি,মটর শ্রমিক ইউনিয়ন,গৃহ নির্মাণ উপ-পরিষদ,সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ হতে পুস্পমাল্য অর্পণ করে।সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা অধ্যক্ষ মাওঃ তায়েব আলী ও উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান এর নেতৃত্বে প্রভাত ফেরি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম,মমতা আরজু কবিতা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নজিবর রহমান,সাবেক কমান্ডার মোজাম্মেল হক,কাহালু বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আব্দুর রাজ্জাক, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মিল¬াত হোসেন, কাহালু টেকনিক্যাল কর্মাস কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ,কাহালু থানার এস আই মতিয়ার রহমান,কাহালু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম এ ছালাম, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন প্রাং সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের বৃন্দ।পরে উপজেলা চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।