নাটোরে শিক্ষা বাজেট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
আব্দুল মজিদ, নাটোর : নাটোরের ২০১৬-২০১৭ শিক্ষা বাজেট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল দশটায় শহরের জজ কোর্ট এলাকায় ঈরারষ ঝড়পরবঃু ঊফঁপধঃরড়হ ঋঁহফ (সিএসএফ) এর সহযোগিতায় আলো ও গণসাক্ষরতা অভিযান এর আয়োজনে আলো (এনজিও) অফিস কার্যালয়ে এই শিক্ষা বাজেট মতবিনিময় সভা হয়।
শিক্ষাবিদ শিবেন্দ্রনাথ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আলো নির্বাহী পরিচালক শামিমা লাইজু নীলা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ‘সাপ্তাহিক নাটোর বার্তা’ পত্রিকার সম্পাদক প্রফেসর একেএম নজরুল ইসলাম, প্রফেসর সুবিধ কুমার মৈত্র অলোক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নফিসা বেগম। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল মতিন, যুব উন্নয়ন কার্যালয়ের উপ-পরিচালক নওশাদ আলী, উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মোহাঃ জালালুম বাঈদ, উপজেলা শিক্ষা অফিসার আলী আশরাফ প্রমুখ।
এসময় মাল্টমিডিয়ার মাধ্যমে শিক্ষা বাজেট ২০১৬-২০১৭ প্রেজেন্টেশন করেন গণসাক্ষরতা অভিযান এর ডেপুটি প্র্রোগ্রাম ম্যানেজার আব্দুর রউফ। প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিনা খাতুন তাঁর বক্ত্যবে বলেন, ‘শধুমাত্র শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি করলেই হবে না, শিক্ষার গুনগত মান বৃদ্ধির জন্য মনিটরিং বাড়াতে হবে। আর বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন’। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার শিক্ষা দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।