সান্তাহারে উপজেলা আওয়ামীলীগের মত বিনিময় সভা
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে দেশের প্রথম বহুতল খাদ্য গুদাম উদ্ভোধন করার জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনা আগামী ২৬ ফেব্রুয়ারী সান্তাহার জংশন শহরে আসছেন। এদিন খাদ্য গুদাম উদ্বোধন ছাড়াও তিনি সান্তাহার ষ্টেডিয়ামে এক জনসভায় বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে গতকাল রোববার সকালে পৌর শহরের ফারিস্তা পার্কের মিলানায়তনে বিভিন্ন পেশা ও শ্রেনীর মানুষের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আদমদীঘি উপজেলা আওয়ামীলীগ এই মত বিনিময় সভার আয়োজন করে। আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনছার আলি মৃধার সভাপতিতে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর একান্ত সচীব-২ সাইফুজ্জামান শেখর, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দীন, যুগ্ন সম্পাদক রাগিবুল হাসান, টি জামান নিকেতা, জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, সাধারন সম্পাদক আমিনূল ইসলাম ডাবলু, নওগাঁ-১ আসনের সাংসদ ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, সাবেক সাংসদ কছিম উদ্দীন আহম্মেদ, আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু, যুগ্ন সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সহ-সভাপতি আবু রেজা খান, পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক এস এম জাহিদুল বারী প্রমূখ।